আমার জগতে আমি রাজা: হিরো আলম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২:০৩ এএম, ১৯শে জানুয়ারী ২০২৩


আমার জগতে আমি রাজা: হিরো আলম
হিরো আলম

বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেছেন, ‘আমার জগতে আমি রাজা।’ আমার কাওকে নিয়ে ভাবার সময় নাই।


মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। 


হিরো আলম বলেন, ‘প্রত্যেক মানুষের নিজস্ব জগৎ থাকে, যার জগতে সে রাজা। আমার জগতে আমি রাজা। নির্বাচন করতে নেমেছি। মাঠে কে দাঁড়াল, কে শক্ত প্রতিদ্বন্দ্বী, কাউকে নিয়ে ভাবার সময় নেই।’


হিরো আলম আরও বলেন, ‘বাধা পেরিয়ে লড়াই-সংগ্রাম ছাড়া আমি জীবনে কিছুই পাইনি। শত অসাধ্যকে সাহস আর দৃঢ় আত্মবিশ্বাস দিয়ে জয় করেছি। কোনো কিছুতেই হারতে শিখিনি। নির্বাচনেও হারব না। জয়ের জন্য লড়াই চালিয়ে যাব। বারবার হয়তো হারব। কিন্তু একদিন বিজয়ী হয়ে সংসদে যাবোই।’


তিনি বলেন, ‘নির্বাচনের দুই সপ্তাহও বাকি নেই। এত অল্প সময়ে দুই আসনে প্রায় সাত লাখ ভোটারের কাছে পৌঁছানো অনেক বড় চ্যালেঞ্জ হবে। সবার কাছে হয়তো সরাসরি পৌঁছাতে পারব না। গণসংযোগের পাশাপাশি মুঠোফোন ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সক্রিয় প্রচারণা চালাব।