বিসিকের সঙ্গে এমওইউর সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪২ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরোর সেবা ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
বুধবার (১৮ জানুয়ারি) বিসিক বোর্ড রুমে প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শিল্প উদ্যোক্তারা বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক পরিচালক পর্ষদের সকল সদস্য, বিসিক সচিবসহ বিসিক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।