সময়টা এখন উপভোগ করব: রাজ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৫৫ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩


সময়টা এখন উপভোগ করব: রাজ
শরিফুল রাজ

বর্তমান সময়ে ঢালিউডের আলোচিত অভিনেতা শরিফুল রাজ। নিজের অভিনয় দিয়ে ইতোমধ্যে দর্শকহৃদয়ে  জায়গা নিয়েছেন তিনি। 'পরাণ' আর 'হওয়া' সিনেমার মধ্য দিয়ে বাজিমাত করেছেন রাজ। তবে তুন বছরের শুরুর সময়টা একান্তই নিজের জন্য রেখেছেন এই অভিনেতা।


সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন, এখন কোনো কাজ করছি না। গত বছরের শেষের দিকে অনেক ধকল গেছে। আর তাই পুরো জানুয়ারি মাস ঘুরব, আনন্দ করব। সময়টা এখন উপভোগ করব।


তিনি আরও বলেন, যে গল্পগুলো জমা হয়েছে সেসব গল্প শুনবো, চিত্রনাট্যগুলো পড়বো। এ কারণে এক মাসের ছুটি নিলাম। আশা করছি, আগামী মাসে (ফেব্রুয়ারি) কাজে ফিরব।


আকাশছোঁয়া পারিশ্রমিক চাওয়া প্রসঙ্গে রাজের ভাষ্য, আমি কারও কাছেই আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করিনি। এসব মনগড়া কথা। আমার নামে বানিয়ে ছড়ানো হচ্ছে।


উল্লেখ্য, রাজ অভিনীত সিনেমাগুলোর মধ্যে মুক্তির তালিকায় রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের 'কাজলরেখা', নিয়ামুল মুক্তার 'রক্তজবা' ও সরকারি অনুদানের 'দোয়েলের দেশ'।


জেবি/এসবি