'মিশন মজনু' ছবির স্ক্রিনিংয়ে ক্ষমা চাইলেন রাশমিকা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩


'মিশন মজনু' ছবির স্ক্রিনিংয়ে ক্ষমা চাইলেন রাশমিকা
রাশমিকা মান্দানা

'গুডবাই' -এর পর ফের বলিউডে নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছেন রাশমিকা মান্দানা। সিনেমার নাম 'মিশন মজনু'। 


এটি ওটিটি মঞ্চে মুক্তি পাবে,মঙ্গলবার ছিল এই ছবির বিশেষ স্ক্রিনিং। সেখানে ক্ষমা চাইতে দেখা গেছে  রাশমিকাকে। হঠাৎ কী হলো এই নায়িকার সঙ্গে? 


দক্ষিণী সিনেমার রাশমিকার ভক্ত অসংখ্য। ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের মাটি শক্ত করছেন তিনি। 


'মিশন মজনু'  সিনেমায় তাকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। এরপর তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে 'অ্যানিমাল' সিনেমায়। 


দিন দিন রাশমিকার জনপ্রিয়তা বেড়েই চলেছেন। তার প্রমাণ মিললো সোমবারের ঘটায়। 'মিশন মজনু' সিনেমায় ছবিটি দেখতে আসেন তিনি।


তাকে দেখা মাত্রই আলোকচিত্রীরা ছবি তুলতে থাকে। আলোকচিত্রীদের নিজস্ব ভঙ্গিতে ছবিও তুলতে দেন এ অভিনেত্রী। তারপর অনুরাগীরা তাকে দেখতে পেয়েই প্রায় দৌড়ে আসেন তার দিকে।


সেসময় তড়িঘড়ি গাড়িতে  উঠে পড়েন তিনি। কিন্তু নাছোড় অনুরাগীরা ছবি না তুলে যেতে চাচ্ছেন না! শেষমেশ নিরপত্তার কারণেই গাড়ি নিয়ে চোখের পলকে বেরিয়ে যান তিনি। বের হওয়ার সময় হাতজোড় করে ক্ষমাও চান  অনুরাগীদের কাছে।


জেবি/এসবি