কাল থেকে যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে সিয়াম-পরীর সিনেমা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩


কাল থেকে যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে সিয়াম-পরীর সিনেমা
সিয়াম-পরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ ও পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে। সিনেমাটি সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেনআবু রায়হান জুয়েল।


জানা গেছে, প্রথম সপ্তাহে দেশের মোট ১৭টি প্রেক্ষাগৃহে  মুক্তি পাবে সিনেমাটি। এর মধ্যে  এরমধ্যে রাজধানী ঢাকার ১০টি, চট্টগ্রামের ৩টি এবং সিলেট, রাজশাহী, যশোর, খুলনার ১টি করে সিনেমা হলে দেখা যাবে এটি।


ঢাকায় সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক),   লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), শ্যামলী সিনেমা, মধুমিতা সিনেমা হল।


এছাড়া  চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন,রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা,  সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট,  ও খুলনার লিবার্টি সিনেমা হলে মুক্তি পাবে সিয়াম-পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।


সিনেমা প্রসঙ্গে নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘শিশুদের সুস্থ বিনোদনের জন্যই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। তবে সব বয়সীদেরই ভালো লাগবে। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।’


সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটিতে  সিয়াম ও পরীমণি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। 


জেবি/এসবি