প্রকাশ পেল মিলন-রিয়ার ‘তুই কথা রাখলিনা’


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩


প্রকাশ পেল মিলন-রিয়ার ‘তুই কথা রাখলিনা’
কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও অভিনেত্রী রিয়া আক্তার

নতুন বছরে দ্বিতীয় গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। শুধু গানেই শেষ নয়, নিজেই হয়েছেন গানটির মডেল। আর মিউজিক্যাল ফিল্মে মিলনের বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছে মডেল ও অভিনেত্রী রিয়া আক্তার।


মোহাম্মদ মিলনের ‘তুই কথা রাখলিনা’ শিরোনামের গানটি বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আর কে মিউজিক জোন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।


সম্প্রতি ঢাকার অদূরে বিক্রমপুরের একটি রিসোর্টে মিউজিক্যাল ফিল্মের শুটিং শেষ হয়। প্রসেনজিৎ মণ্ডলের কথায় ও রিয়েল আশিকের সঙ্গীতায়োজনে ‘তুই কথা রাখলিনা’ শিরোনামের গানটিতে সুর এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। 


মিউজিক্যাল ফিল্মটিতে মিলন ও রিয়া ছাড়া আরো অভিনয় করেছেন শেখ সাদী ও মুকুল জামিল। 


গানটি সম্পর্কে মোহাম্মদ মিলন বলেন, ‘তুই কথা রাখলিনা’ একটি ফোক গান। ত্রিভুজ প্রেমের গল্পের এ মিউজিক ভিডিওতে আমার সাথে সহ-শিল্পী হিসেবে ছিল রিয়া আক্তার। রিয়া অনেক কাজ করেছে তবে আমার সাথে প্রথম কাজ করেছে। আর আমি আশা করি এই গানটি দর্শকদের অনেক ভাল লাগবে। ত্রিভুজ প্রেমের গল্পের এ মিউজিক ভিডিওটি দর্শক ইনজয় করবে।


মডেল ও অভিনেত্রী রিয়া আক্তার বলেন, আজ মিলন ভাইয়ের নতুন একটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। প্রথমবারের মত মিলন ভাইয়ের সাথে আমি মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছি। শুটিং চলাকালীন বেশ সহযোগিতা পেয়েছি মিলন ভাইয়ের কাছ থেকে। ত্রিভুজ প্রেমের গল্পের মিউজিক ভিডিওটি আসলে খুব ভাল হয়েছে। মিউজিক ভিডিওতে চিত্রগ্রাহক সানি খান ও বিএম সাইফুল ভাই অনেক সহযোগিতা করেছে। আমি আশা করি নতুন এই গানটি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।


মিউজিক ভিডিওটির নির্মাতা বিএম সাইফুল বলেন, মোহম্মদ মিলন দেশের একজন জনপ্রিয় শিল্পী। অসাধারণ কথামালার গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছে মিলন নিজেই। মিউজিক ভিডিওতে মিলনের সাথে কাজ করেছে রিয়া আক্তার। সে খুব ভাল করেছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি ভালভাবে নির্মাণ করার। এখন বাকিটা দর্শকদের হাতে। 


ত্রিভুজ প্রেমের গল্পের এ মিউজিক্যাল ফিল্মটি সানি খানের  চিত্রগ্রহণে নির্মাণ করেছেন বি এম সাইফুল।