গোপালগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৭ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৩
গোপালগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা এবং এতিমশিশু ও শিক্ষার্থীদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন এবং রোটারী ক্লাব অব অ্যারোমা, ঢাকা-এর যৌথ আয়োজনে জেলা পুলিশ লাইনের ড্রিলশেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালায় উপস্থিত ছিলেন দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা'র পিপি, অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা'র প্রেসিডেন্ট, আসমা সিদ্দিকা মিলি, বিশেষ পুলিশ সুপার, রোটারিয়ান, রোটারী ক্লাব অব অ্যারোমা, ঢাকা'র ফাতিহা ইয়াসমিন, রেলওয়ে'র বিশেষ পুলিশ সুপার, রোটারিয়ান, রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা'র নিগার সুলতানা, রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা'র সদস্য, এ্যাড. আব্দুল মান্নান মিয়া, সদস্য, ইঞ্জিনিয়ার মামুন মিয়া, সদস্য, নুরু উদ্দিন পাটোয়ারী, দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের সদস্য সৈয়দ সেলিম সাজ্জাদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্য সহ বিভিন্ন এনজিও সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের প্রতিনিধিগণ।
কর্মশালায় স্তন ক্যান্সার কি? কিভাবে তা প্রতিরোধ করা যায় এবং আক্রান্তদের কিভাবে সুচিকিৎসা প্রদান করা হয় এ সংক্রান্তে বিস্তারিত আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরে এতিমশিশু সহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। পরে রোটারী ক্লাব অব অ্যারোমা ঢাকা'র পক্ষে পুলিশ লাইনে দুইটি গাছের চারা রোপন করেন নেতৃবৃন্দ।
এছাড়া একই দিন গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে জেলার প্রায় ৭০ জন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মাঝে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
আরএক্স