মার্কিন রক কিংবদন্তি ডেভিড ক্রসবি আর নেই
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৩
না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন ফোক-রক স্টার ডেভিড ক্রসবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তারচ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
ঘাট দশকে সময় এ রকস্টার দুটি বড় ব্যান্ড দ্য বার্ডস অ্যান্ড ক্রসবি ও স্টিলস অ্যান্ড ন্যাশের প্রতিষ্ঠাতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রখেছিলেন।
ডেভিড ক্রসবি -এর গিটার ও সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছে রকপ্রেমীরা। জীবদ্দশায় তিনি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।
তার প্রয়াণে শোক নেমেছে মার্কিন সঙ্গীত দুনিয়ায়। তার সাবেক সহকর্মী গ্রাহাম ন্যাশ বলেছেন, ‘দুঃখের সমুদ্রে ভাসছি।’
১৯৪১ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন ক্রসবি। তিনি অস্কারজয়ী হলিউড সিনেমাটোগ্রাফার ফ্লয়েড ক্রসবির সন্তান। ক্রসবি ১৯৬৪ সালে প্রথমবারের মতো সঙ্গীত জগতে পা রাখেন।
জেবি/এসবি