কেউ হামলা করতে এলে পাল্টা হামলা হবে: হিরো আলম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩


কেউ হামলা করতে এলে পাল্টা হামলা হবে: হিরো আলম
প্রচারনায় নেমেছেন হিরো আলম- ছবি: সংগৃহীত

নিজের একতারা প্রতীক নিয়ে বগুড়ায় রাস্তায় দেখা গেছে আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে। মুহুর্তেই প্রাচরের সেই ছবি ভাইরাল হয় ফেসবুকে। অনেকে শুভকামনা জানিয়ছেন, ট্রলও করেছেন কেউ কেউ।


প্রচারনায় নেমে হিরো আলম বলেন, ‘প্রতীক বরাদ্দ শেষে সোমবার থেকে অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। প্রতীক পাওয়ার পর বুধবার থেকেই প্রচারণা শুরু করেছি।’


হিরো আলম আরও বলেন, গত নির্বাচনে আমার লোক কম ছিল তাই হামলা করেছিল। এবার আমার কর্মী বাহিনী অনেক বেশি। তাই কেউ হামলা করতে এলে পাল্টা হামলা হবে।


এদিকে প্রতীক বরাদ্দ দিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘হিরো আলম অদম্য। তার মানসিক স্পিড দারুণ।  তার জন্য শুভ কামনা রইল। নির্বাচন সুষ্ঠু হবে।