ঝিকরগাছায় রেলের অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৬ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
ঝিকরগাছার লাউজনি রেলক্রসিংসহ বিভিন্ন মহাসড়কে রেলের অপরিকল্পিত ডিভাইডার অপসারণের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ঝিকরগাছা সেবা সংগঠন এর উদ্যোগে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব এবং নাগরিক অধিকার আন্দোলন যশোরের আয়োজনে শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় লাউজনি রেলক্রসিং এলাকায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মাস্টার নুর জালাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অপরিকল্পিত ডিভাইডারটি অপসারণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে বলেন, সম্পুর্ণ অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক ভাবে বিভিন্ন মহাসড়কে ডিভাইডার স্হাপন করার ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এতে করে জীবন এবং সম্পদ দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি ডিভাইডার গুলো আরও উঁচু করা, ডিভাইডার অন্তত ৫০ মিটার লম্বা করা, সামনে সাইনবোর্ড লাগানো, রাতের বেলা ডিভাইডার স্থলে সার্চ লাইট লাগানো, ডিভাইডারের দুপাশে রাস্তা চওড়া করাসহ বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।
উক্ত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন এর কোর কমিটির সদস্য আহসানউল্লাহ ময়না, সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, সেবা সংগঠন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল জলিল।
এছাড়াও উক্ত অবস্থান কর্মসূচিতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সহ সভাপতি রায়হান সোবহান, নাগরিক অধিকার আন্দোলনের সদস্য জাহিদ গোলদার, লিপা খাতুন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান, প্রচার সম্পাদক সুজনমাহমুদ, আবিদুর রহমান, আশিকুল ইসলাম, আজাদ হোসেন, মাসুম বিল্লাহ, রায়হান সরদার, আলমগীর হোসেন, বাঁকড়া স্বপ্নময় ফাউন্ডেশনের সভাপতি রাসেল হোসেন, সেবা সংগঠনের সদস্য সাকিব, আসিফ, ফয়েজ, লক্ষিপুর গ্রামের সাবেক ইউ পি সদস্য ইসমাইল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।