Logo

সীতাকুন্ডে ৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী পারভেজ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারী, ২০২৩, ১৭:৫১
30Shares
সীতাকুন্ডে ৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী পারভেজ গ্রেফতার
ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড়ের পাদদেশ

বিজ্ঞাপন

চট্টগ্রাম সীতাকুন্ডে ৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী পারভেজ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বারৈয়ার ঢালা এলাকা হতে সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী পৌরসভার ৬ নং ওয়ার্ডের তেলী পাড়ার ইকবাল হোসেন প্রকাশ দুলালের পুত্র।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড়ের পাদদেশ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি সুটার গান ও কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী মো. আলির সেকেন্ড ইন কমান্ড ইমরান হোসেন প্রকাশ পারভেজকে আটক করা হয়। দীর্ঘ দিন আন্তগোপনে থেকে সন্ত্রাসী কর্মকান্ডসহ চুরি, ডাকাতির সাথে জড়িত ছিল বলে জানান মডেল থানার ইনচার্জ তোফায়েল আহাম্মদ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সহস্র ধারা পানি ব্যবস্থাপনার সমবায় সমিতির সম্মুখে পাহাড়ের নিচে পাকা রাস্তায় ফটিক ছড়ি উপজেলার অপর এক সন্ত্রসীর নিকট অস্ত্র সহরবাহ করা সময় সন্ত্রাসীদে ধাওয়া দেয়া হয়। পরে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী পারভেজকে অস্ত্র আটক করা হয়। তার বিরুদ্ধে ছাঁদাবাজী, বিস্পোরক দ্রব্য আইন ও আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার আইন) নাশকতা মামলাসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া অস্ত্র আইনে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD