‘পরী একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি’


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩


‘পরী একটু দুষ্টু, আমি সবসময় তাকে ভালোবাসি’
শরিফুল রাজ - পরীমণি

ঢাকাই ছবির তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। সব মান অভিমান ভুলে একসঙ্গেই আছেন তারা।


শনিবার (২১ জানুয়ারি) একটি পার্লার উদ্বোধনে গিয়ে পরীর পাশে বসে রাজ বলেন, ‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমণিকে আমি অনেক ভালোবাসি।’


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ জানান, তারা এখন বেশ সুখে আছেন। হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছু বলেছেন।  


তিনি বলেন,  পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ওকে আমার ভালোবাসতে কোনো দিনক্ষণ বা সময় লাগে না। সবসময় তাকে ভালোবাসি আমি।


উল্লেখ্য, ২০২১ সালে ‘গুণিন’ চলচ্চিত্রে অভিনয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান  পরীমণি ও শরিফুল রাজ। এরপর একই বছরে ১০ অক্টোবরে গোপনে বিয়ে করেন তারা। 


পরে ২০২২ সালের ১০ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন পরী।  একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর ২০২২ সালের আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।


জেবি/এসবি