ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পিছনে বাসের ধাক্কা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় বাস চালক আহত হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় বাস চালক আহত হয়েছে। চালক রবিউল ইসলাম রুবেলকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে নাটোরের বড়গাছা এলাকার মো. খলিলউদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানায়, শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে এক্সপ্রেসওয়ের দোগাছিতে মাওয়াগামী ঈগল পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব- ১৪ ৪১৮২) সামনে দাড়িয়ে থাকা অজ্ঞাত ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক আহত হন।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত চালককে উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, বাসের চালককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আরএক্স/