সাজুর নতুন বই ‘চার গোয়েন্দা মহাবিপদে’
সাইফুল বারী
প্রকাশ: ০৪:১৪ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩
সম্প্রতি প্রকাশ পেয়েছে সাহিত্যিক ও সাংবাদিক শাহআলম সাজুর ৫২তম বই। অনন্যা পাবলিকেশন্সের ব্যানারে প্রকাশিত বইটির নাম ‘চার গোয়েন্দা মহাবিপদে’। বইটি কিশোর অ্যাডভেঞ্চার নিয়ে। এই বইয়ে ৫ টি কিশোর উপন্যাস রয়েছে।
সাজু বলেন, ১৯৯৮ সালে আমার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি। পাঠকপ্রিয়তা এবং পাঠকের কাছাকাছি যাওয়াই আমার লক্ষ্য। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ে ৫০ টিরও বেশি গল্পগ্রন্থ ও উপন্যাস লিখেছি।
তিনি আরও বলেন, ‘চার গোয়েন্দা মহাবিপদে’ আমার ৫২তম বই। একজন লেখক হিসেবে শুধু নয়, সচেতন মানুষ হিসেবে চাওয়া প্রতিটি বাবা-মা সন্তানের হাতে বই তুলে দিক।
এদিকে, এবারের একুশে বই মেলায় সাজুর নতুন ৫ টি উপন্যাস প্রকাশিত হবে। সাংবাদিকতার পাশাপাশি সাজু তার নিয়মিত সাহিত্যকর্ম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।