কেশবের নতুন গান পাগল শ্যাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭:০২ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩
তরুণ সংগীতশিল্পী কেশব মজুমদারের কন্ঠে আসছে নতুন গান পাগল শ্যাম। বেশ কিছু ধামাইল গান করে ভক্তদের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেন সংগীতশিল্পী কেশব মজুমদার।
আবারও নিয়ে আসলেন ধামাইল ভক্তদের জন্য নতুন গান পাগল শ্যাম।
গীতিকার হিল্লোল তালুকদারের কথা ও সুরে পাগল শ্যাম গানে চমৎকার মিউজিক করেছে দেবাশীষ পল্লব।
গানটির মিউজিকের সাথে চমকপ্রদ ধামাইল নৃত্যসহ ভিডিও পাওয়া যাবে কেশব মজুমদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
সংগীতশিল্পী কেশব বলেন, সিলেটে ধামাইল গানের ইতিহাস সমৃদ্ধ যা বলার অপেক্ষা রাখেনা। সকল শ্রেণীর মানুষ ধামাইল গান পছন্দ করেন আমি তার প্রমাণ পেয়েছি। আমার গান ভক্তরা অবশ্যই হতাশ হবেন না আমার নতুন গান পাগল শ্যাম সবার মনে ধরবে।
তিনি আরও বলেন, গানটির গীতিকার অনেক সুন্দর কথা ও সুরের একটা গান আমাকে দেওয়ার ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।