হঠাৎ ভক্তদের সারপ্রাইজ দিলেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:২৪ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩
বলিউড বাদশা শারুখ খানের বাসভবন 'মান্নাত' -এর সামনে প্রতিদিনই ভক্তদের ভিড় লেগেই থাকে। ঈদের সময় মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
তবে রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ভক্তদের চমকে দিয়ে হঠাৎ-ই মান্নাতের ব্যালকনিতে হাজির হোন শাহরুখ।
ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, শাহরুখ খানকে দেখতে পাওয়ার খবরে মান্নতের সামনে জনস্রোত শুরু হয়। ব্যালকনির রেলিংয়ে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়েন শাহরুখ। ফ্লাইং কিস ছুড়ে দেন।
পাশাপাশি সিগনেচার স্টাইলে দুই হাত ছড়িয়ে দেন। নিচে দাঁড়িয়ে তার ভক্তরা শাহরুখের নাম নিয়ে চিয়ার করতে থাকেন। অনেকে আবার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বলিউডের পাঠানকে সম্মান জানান। কেউ আবার 'আই লাভ ইউ' বলে চিৎকার করে ওঠেন।
বিশেষ এই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করে শারুখ খান লিখেছেন, 'এমন একটা সুন্দর রোববার উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
বলিউড বাদশাকে দেখতে ক হাজার মানুষের ভিড় জমে গিয়েছিল। ওই সময় একটি লাল গাড়ি আটকে পড়েছিল। গড়িতে থাকা ব্যক্তিদের কাছে ক্ষমা চেয়ে রসিকতা করে সামাজিকমাধ্যমে লিখেছেন, 'সরি বাট আই হোপ কি লাল গাড়ি ওয়ানো নে আপনে কর্সি কি পেটি বান্ধ লি থি।'
জেবি/এসবি