সন্তান ধারণ, লালন-পালন একটি শিল্পের কাজ: ম্যাডোনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:০১ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩
বিশ্ববিখ্যাত পপতারকা ম্যাডোনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবন ও সংসার জীবনের ব্যস্তিতা সম্পর্কে কথা বলেছেন তিনি। সন্তান লালন-পালনের কষ্টের কথাও শেয়ার করেছেন তিনি।
শুক্রবার (২০ জানুয়ারি) কিংবদন্তি এই পপতারকার সাক্ষাৎকারটি উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ।
সাক্ষাৎকারে ম্যাডোনা জানান, তার পেশা এবং একই সময়ে ছয় সন্তান ধারণ ও পালনের মধ্যে ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং ছিল। এখনো সংগ্রাম করে যাচ্ছেন বলেও জানান এই গায়িকা।
কিংবদন্তি এই পপতারকার বলেন, ' আপনি যেই হন না কেন, সন্তান ধারণ করা এবং লালন-পালন একটি শিল্পের কাজ তো বটেই। মা হওয়া সহজ কাজ নয়। কেউ আপনাকে সাহায্য করে দেয় না। এটি অনেক সময়সাপেক্ষ কাজ এবং ক্লান্তিকর, কারণ কখনো বিশ্রাম নেই। আমি এখনো সংগ্রাম করে যাচ্ছি।'
এদিকে, নিজের আসন্ন মিউজিক্যাল সফর ‘ম্যাডোনা : দ্য সেলিব্রেশন ট্যুর’ -এর ঘোষণা দিয়েছেন ম্যাডোনা। চলতি বছরের জুলাই থেকে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাংকুভার থেকে শুরু হওয়া ‘ম্যাডোনা : দ্য সেলিব্রেশন ট্যুর’টি শিকাগো, নিউ ইয়র্ক, মিয়ামিসহ অন্যান্য শহর হয়ে লাস ভেগাসে শেষ হবে। এরপর ইউরোপেও ১১টি কনসার্টে গান গাইবেন তিনি।
জেবি/এসবি