অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শামীম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩
ছোট পর্দার জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার ও অহনা রহমান। গত কয়েক মাসে তারা একসঙ্গে অন্তত দুই ডজন নাটকে অভিনয় করেছেন। দুজনের সর্ম্পকও ভালো। এর মধ্যেই এই দুই শিল্পীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের মুখ খুললেন শামীম হাসান।
রবিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে বিয়ের একটি হলফনামার ছবি পোস্ট করেন শামীম। যেখানে তার ও অহনার ছবি রয়েছে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন: ‘আলহামদুলিল্লাহ’।
স্টাটাসটি ভাইরাল হলেও জানা যায়- নাটকের দৃশ্যের প্রয়োজনে বিয়ের হলফনামা তৈরি করা হয়। আর সেটিই প্রকাশ করেন শামীম।
বিষয়টি নিয়ে শামীম হাসান বলেন, এখনও এটা শুধুই বন্ধুত্ব। যদি সম্পর্ক হয়, তাহলে আমরা পাবলিকলি অবশ্যই বলবো। লুকানোর কিছু নেই, লুকানো যায়ও না।
দুই পরিবারের মধ্যে শামীম-অহনার যাতায়াত রয়েছে বলেও জানান অভিনেতা। তবে বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবেননি তারা। সেটা সময়-সম্ভাবনার ওপরই নির্ভর করছে।