উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কাজি ওয়াহিদের মত বিনিময়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা করেছেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে হাওলাদার বাড়ি জামে মসজিদ মাঠে স্থানীয় প্রায় ৩ শতাধিক মানুষের উপস্থিতিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি হাজী আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক উপজেলা শ্রমিক লীগ নেতা ওসমান গনি মেলকার, উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মীর হোসেন সিকদার, হাসাইল বানারী ইউনিয়ন যুবলীগের সভাপতি তাজিম মুন্সী, সাধারণ সম্পাদক জিএম ইকবাল,ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সেলিম খালাসি, কাইয়ুম শেখ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু সিকদার, নুরুজ্জামান খান, বিশিষ্ট সমাজ সেবক নেকবর মেলকার, আব্দুল হাকিম সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ গত মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাড়ি উপজেলার হাজার হাজার মানুষকে সহযোগিতা করেছেন। প্রতিটি এলাকায় গিয়ে খোঁজখবর নিয়ে মানুষের সেবা করেছেন।
আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচন কে সামনে রেখে উপস্থিত সকলের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ বলেন,যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেন তাহলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো। আর যদি অন্য কাউকে নৌকার মনোনয়ন দেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে যে নৌকা পাবে তার নির্বাচন করবো।
আরএক্স/