‘কোরআন পোড়ানোয় ক্ষুব্ধ এরদোয়ান’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:২৪ এএম, ২৫শে জানুয়ারী ২০২৩


‘কোরআন পোড়ানোয় ক্ষুব্ধ এরদোয়ান’
রস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান- ছবি: বিবিসি

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।


সোমবার (২৩ জানুয়ারি) বৈঠকে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


এরদোয়ান বলেছেন, সুইডেনের আশা করা উচিত নয় যে, ন্যাটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে তুরস্ক তাকে সমর্থন দেবে।


সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে গত শনিবার বিক্ষোভ করে কিছু উগ্রবাদী। সেখানে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।


তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, এটি পরিষ্কার যে, যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এ ধরনের জঘন্য কাজ করতে পারে, তারা আমাদের কাছ থেকে কোনো সহায়তা পাবে না।


এরদোয়ান বলেন, সুইডেন যদি তুরস্ক ও মুসলিমদের প্রতি সম্মান না জানায়, তাহলে ন্যাটোবিষয়ক কোনো ইস্যুতে আমাদের সহায়তা পাবে না। আমি সাফ জানিয়ে দিচ্ছি ন্যাটোবিষয়ক কোনো ইস্যুতে আমরা সহায়তা করবো না।


সূত্র: বিবিসি