ফের মা হতে যাচ্ছেন আলিয়া?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৩০ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩
তিন মাস আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যার রেশ এখনও চলছে। এরই মধ্যে গুঞ্জন চলছে ফের মা হতে যাচ্ছেন এ নায়িকা। ভারতীয় একাধিক গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া। তার পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড থেকে নেট দুনিয়ায়।
তবে খবরটিকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কাপুর ঘনিষ্ঠদের অনেকেই। রণবীরও এ বিষয়ে এখনও কিছু বলেননি। তাদের এই নীরবতাই সম্মতির লক্ষণ বলে ধরে নিয়ে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন অনেকে।
তাদের ধারণা শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সুখরবটি সবার সঙ্গে শেয়ার করবেন রণবীর-আলিয়া।
বর্তমান সময়ে প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’ এবং বলিউডের আলোচিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকহানি’ মুক্তি নিয়ে দারুণ আলোচনায় রয়েছেন। তাই সিনেমাটি দুটির প্রচারণা নিয়ে পরিকল্পনা এবং নিজের স্বাস্থ্যের দিকেই বর্তমানে বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।
জেবি/এসবি