টিকিট কেটে যাওয়া যাবে বঙ্গভবনে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫২ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩
রাষ্ট্রপতির কার্যালয় ও বাসস্থান ‘বঙ্গভবন’ ভেতরে গিয়ে দেখার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। অনলাইন থেকে টিকিট সংগ্রহের মধ্য দিয়ে থাকছে এই সুযোগ।
জানা গেছে, দর্শনার্থীরা দেখতে পারবেন বঙ্গভবনের ভেতরে দানা দিঘি, সিংহ পুকুর ও পদ্মপুকুর। যেখানে চাষ করা হয় নানা প্রজাতির মাছ। বঙ্গভবনের ভেতরে একটি পুরোনো ঐতিহাসিক মার্সেডিজ গাড়িও দেখার সুযোগ মিলবে।
এছাড়া বঙ্গভবনের ভেতরে উপহারসামগ্রী সংরক্ষণের জন্য তোশাখানা দেখতে পারবেন দর্শনার্থীরা। যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাওয়া দুর্লভ উপহারসামগ্রী দেখা যাবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই শেল্টার হাউজ পরিত্যক্ত অবস্থায় ছিল। এটিকে ভেঙে নতুন করে সাজানো হয়েছে।
নিরাপত্তা বিবেচনায় রাষ্ট্রপতির অফিস ও বাসস্থান দেখার সুযোগ থাকবে না দর্শনার্থীদের।
জানা গেছে, আগামী এপ্রিলে বিদায় নিতে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিদায়ের আগে তার একান্ত ইচ্ছায় দর্শনার্থীদের জন্য বঙ্গভবনের অভ্যন্তরীণ এসব স্থাপনা সুসজ্জিত করা হচ্ছে।
এক বছরের কর্মযজ্ঞ শেষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে নতুন স্থাপনা উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।