আত্মহত্যা করলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:৫২ পিএম, ২৫শে জানুয়ারী ২০২৩


আত্মহত্যা করলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা
সুধীর ভার্মা

আত্নহত্যা করেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা সুধীর ভার্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।


সোমবার (২৩ জানুয়ারি) আত্মহত্যা করেন এই অভিনেতা। তার পরিবার থেকে সংবাদমাধ্যমকে জানায়, ভালো চরিত্রে কাজ পাওয়ার জন্য অনেকদিন ধরেই স্ট্র্যাগল করছিলেন সুধির। এ নিয়ে তিনি হতাশ ছিলেন।


সামাজিকমাধ্যুমে সুধীরের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়তেই তাকে স্বরণ করেন  ইন্ডাস্ট্রিরসহ অভিনেতা ও বন্ধুরা।


সুধীর ভার্মার সহঅভিনেতা সুধাকর তার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'সুধীর অনেক ভালো মানুষ ছিলেন। আপনার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার। আর কখনও আপনার সঙ্গে কাজ করার সুযোগ হবে না। আপনি আর আমাদের মাঝে নেই, একথা কোনোভাবেই বিশ্বাসই করতে পারছি না।'


জেবি/এসবি