ডিএমপির ৫ উপ-পুলিশ কমিশনারকে বদলি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
বদলিকৃতরা হলেন- ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুল ইসলাম, মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠু, ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হোসেন সুমা।
এছাড়াও সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম, এবং ডিএমপির অপারেশন্স বিভাগের (অপারেশন্স-২) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকতকে বদলি করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে আদশে বলা হয়েছে।