ফের ফেক আইডিতে শাবনূরকে নিয়ে বিভ্রান্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩
ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বর্তমানে পর্দার বাইরে রয়েছেন এ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজান, মা, ভাই-বোনসহ বসবাস করছে তিনি। সেখান থেকে শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন বিষয়ে সোস্যাল মিডিয়ায় লেখেন।
বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, 'আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি'।
তার এমন স্ট্যাটাসে অনেকে মন্তব্য করছেন। ওমর আল ফারুক নামে একজন মন্তব্য করেছেন, 'আল্লাহ সকল বিপদ থেকে মুক্ত রাখুন।' এনাম রাজু লিখেছেন, দুঃখজনক ব্যাপার-স্যাপার!
নীল অভ্র নামে একজন মন্তব্য করেছেন, ' যদি পুনর্জন বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিতাম, তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। মহান আল্লাহ্ সহায় হন।'
হঠাৎ কী হয়েছে জানতে শুভাকাঙ্ক্ষীরা তার স্ট্যাতাসে কমেন্ট করছেন। তবে সেসবের উওর এখনো দেননি অভিনেত্রী।
অনেকেই শাবনূরের ভেবে দুঃখ প্রাকাশ করেন। খবর নিয়ে জানা যায়, এটি শাবনুরের আসল আইডি নয়। ফেক আইডি থেকে বিভ্রান্ত করা হচ্ছে। এর আগেও শাবনূর ফেক আইডি দিয়ে প্রতারণার অভিযোগ করেন।
জেবি/এসবি