রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি: কাজী হাবিবুল আউয়াল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩


রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি: কাজী হাবিবুল আউয়াল
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে।


বুধবার (২৫ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমকে এ তথ্য জানান।


সংসদ সদস্যদের ভোটে সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি পদের এ নির্বাচন হবে। এই ভোট হবে ব্যালটে। এই নির্বাচনের ভোটার ৩৪৩ জন সংসদ সদস্য।


২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা সম্পর্কে সংবিধানের ১২৩ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।