অস্কারে মনোনয়ন পেল ‘আর আর আর’র গান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩


অস্কারে মনোনয়ন পেল ‘আর আর আর’র গান
রামচরণ - জুনিয়র এনটিআর

অস্কারের ৯৫তম আসরের মূল্য জায়গা করে নিয়েছেন  ‘আর আর আর’ সিনেমার গান  ‘নাটু নাটু’। মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রকাশিত তালিকায়  ‘নাটু নাটু’সেরা গানের তালিকায় ৫ নম্বরে স্থান পেয়েছে। 


গানটি নমিনেশন পাওয়ার পর ‘আর আর আর’ টিম সিনেমাটির অফিসিয়াল টুইটারে একটি পোস্ট দেওয়া হয়েছে।


সেখানে লেখা হয়, 'আমরা ইতিহাস গড়েছি। অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ৯৫তম অস্কারের আসরে নাটু-নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। '


আগামী ১২ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এবারের অস্কারের আসর। পুরস্কার পেতে হলে নাটু নাটু’কে হারাতে হবে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’, ‘দিস ইজ লাইফ’র মতো জনপ্রিয় ৪ গানকে।


‘আর আর আর’ সিনেমাটিতে তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হয়েছে। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি গত বছরের ২৫ মার্চ মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। 


‘নাটু নাটু’ গানেও নাচতে দেখা যায় এই দুই তারকাকে। চন্দ্র বোসের কথায় গানটি সুর করেছেন এম এম কিরাবাণী। এটি গেয়েছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। 


জেবি/এসবি