প্রথমবার মা হলেন প্যারিস হিলটন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:১৯ এএম, ২৬শে জানুয়ারী ২০২৩

প্রথমবারের মতো মা হলেন মার্কিন মডেল, গায়িকা, অভিনেত্রী প্যারিস হিলটন। বুধবার (২৫ জানুয়ারি) হওয়ার খবর নিজেই জানিয়েছেন ৪১ বছর বয়সী এ অভিনেত্রী।
সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এ খবর জানান তিনি। প্যারিস হিলটন লেখেন, 'তুমি এর মধ্যেই ভালোবাসায় ডুবে আছ, যা ভাষায় প্রকাশ করা যায় না।' লেখার সঙ্গে সন্তানের আঙুল ধরে থাকা একটি ছবি পোস্ট করেন এ তারকা।
তার পোস্টটিতে প্রতিক্রিয়া দেখিয়েছেন অসংখ্য ভক্ত। অভিনন্দন জানিয়ে গায়িকা ডেমি লোভাটো লিখেছেন, ‘অভিনন্দন বোন’।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন প্যারিস।
মা হওয়ার আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মা হওয়া ছিল আমার সব সময়ের স্বপ্ন। আমি খুবই আনন্দিত যে আমি ও কার্টার একে অন্যকে খুঁজে পেয়েছি।
গত বছর ডিসেম্বর মাসে প্রথমবারের মতো প্যারিস হিলটন জানান, তিনি সারোগেসি পদ্ধতিতে মা হতে চলেছেন। তিনি আরও জানিয়েছেন, তিনি ও কার্টার কোভিডের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করেছেন।
এর আগে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিনে কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন প্যারিস হিলটন। এর আগে দীর্ঘদিন প্রেম করেছেন তারা।
জেবি/এসবি