মনিরসহ দুই অতিরিক্ত আইজিপির পদোন্নতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৫ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন (এসবি) প্রধান মনিরুল ইসলাম। একইভাবে গ্রেড-১ পদোন্নতি পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
বুধবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয় বলে জানা গেছে।
সুপারিশের সিদ্ধান্ত অনুযায়ী, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-১ পদে দুই কর্মকর্তাকে পদোন্নতি দিতে সুপারিশ করে। সুপারিশকৃত দুই অতিরিক্ত আইজিপি হলেন—স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
অন্যদিকে একইভাবে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে চার উপ-পুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
তারা হলেন—পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ওয়াই এম বেলালুর রহমান এবং ডিএমপির ডিআইজি পদমর্যাদার অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম।