নারায়ণগঞ্জে চীনা নাগরিকদের বাসায় ডাকাতি, গ্রেফতার ৫


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২০ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩


নারায়ণগঞ্জে চীনা নাগরিকদের বাসায় ডাকাতি, গ্রেফতার ৫
দুই ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের নির্মানাধিন পাওয়ার প্লান্টে কর্মরত চীনা নাগরিকদের আবাসস্থলে হামলা ও ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকত দলের এই পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বেশ কিছ ডলার ও নগদ টাকা উদ্ধার হয়। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।


সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, মেঘনা গ্রুপের নির্মানাধিন এনইপিসি পাওয়ার প্লান্ট-৩ প্রকল্পে কর্মরত তিন চীনা নাগরিকসহ আরও কয়েকজন কর্মচারি উপজেলার পিরোজপুর এলাকায় একটি জমি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন। গত ২০ জানুয়ারি সন্ধ্যায় তাদের আবাসস্থলে দশ থেকে বারোজনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা তিন চীনা নাগরিকসহ পাঁচজনকে হাত পা বেঁধে মারধর করে ১১ লাখ ৭৪ হাজার টাকা সমমানের ডলার ডাকাতি করে নিয়ে যায়।


এ ঘটনার পরদিন ২১ জানুয়ারি জমির মালিক বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করলে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান শুরু করে। মঙ্গলবার রাতে ডাকাত দলের মূলহোতা  ওমর ফারুক ওরফে চাপাতি ফারুককে গ্রেফতার করা হলে তিনি ডাকাতির ঘটনায় জরিত ১০-১২ জনের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


পরে তার দেয়া তথ্য মতে গ্রেফতার করা হয় ডাকাত দলের আরও ৪জনকে। অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জেলা পুলিশ সুপার।


জেবি/এসবি