জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় প্রাণ গেল ২ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:১৮ পিএম, ২৬শে জানুয়ারী ২০২৩


জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় প্রাণ গেল ২ জনের
ঘটনাস্থলে পুলিশ

জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। দেশটির ডেনমার্ক সীমান্তের কাছে শ্লেসউইগ হলস্টাইনে এ ঘটনা ঘটে।


জানা গেছে, বুধবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় বেলা তিনটার  দিকে হামলার ঘটনা ঘটেছে। ট্রেন যখন ফকস্টিড স্টেশনের কাছে তখন এই ঘটনা ঘটে। হ্যামবুর্গের উত্তরের এই স্টেশনের কাছে প্রায় দুই হাজার মানুষের বাস। ট্রেন থেকে একাধিক যাত্রী সাহায্য়ের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। স্টেশনে ট্রেন থামামাত্র অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 


পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে দেখা গেছে তার নাম কোনও চরমপন্থিদের তালিকায় নেই। 


তবে রেলের কর্মীরা ডিপিএ-কে জানিয়েছেন, যুবকটিকে দেখে মনে হয়েছে সে মানসিক ভারসাম্যহীন


জেবি/এসবি