ব্রিটিশ তারকার সঙ্গে শ্রাবন্তী, হলিউডে দেখা যাবে অভিনেত্রীকে?


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩


ব্রিটিশ তারকার সঙ্গে শ্রাবন্তী, হলিউডে  দেখা যাবে অভিনেত্রীকে?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, সদা হাসিখুশি থাকতে পছন্দ করেন এ অভিনেত্রী। সম্প্রতি তার অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে বুধবার (২৫ জানুয়ারি) ব্রিটিশ তারকার সঙ্গে দেখা গেল তাকে। তবে কি টলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে অভিনয় করবেন অভিনেত্রী? খানিক হাসে এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।’ এর পাশাপাশি খোলসা করে জানালেন, ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনও ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। পুরো শুটিংটাই হয়েছে লন্ডনে। জেবি/এসবি