সায়ীদের কথায় গাইলেন কাজী শুভ
সাইফুল বারী
প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৩
সময়টা দারুণ কাটাচ্ছেন সংগীত শিল্পী কাজী শুভ। আজ এখানে, তো কাল ওখানে। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো করে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। শত ব্যস্ততার মাঝেও কাজী শুভ প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান ‘প্রেমের সাম্পান’।
গীতিকার মুসাইব হাসান সায়ীদের কথায় গানটির সুর করেছন সফিক মাহমুদ । সংগীতায়োজন করেছেন কাওসার। প্রেম, বিরহ, নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন শামীম আহসান । এতে অভিনয় করেছেন সায়ীদ এবং নবাগত ফারিয়া।
সায়ীদ বলেন, আমার বিশ্বাস, ‘প্রেমের সাম্পান’ দীর্ঘদিন টিকে থাকার মতো একটি গান। গানটি আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ‘বি এম সি ফিল্ম’স ইউটিউব চ্যানেলে অবমুক্তি হবে।