ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সোনম কাপুর


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:১২ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৩


ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সোনম কাপুর
সোনম কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। গত আগস্টে মা হয়েছেন তিনি। মা হওয়ার খবরের পর থেকে সোনমের ছেলেকে প্রথম ঝলক দেখার  জন্য অধীর আগ্রহে রয়েছেন তার ভক্তরা।


দীর্ঘদিন আড়ালে রেখে  অবশেষে ছেলের ছবি প্রকাশে এনেছেন এ অভিনেত্রী। বাবা আনন্দ অহুজা মা, ছেলের এক মিষ্টি মুহূর্তকে ক্যমেরা বন্দি করে তা পোস্ট করেছেন।


মুম্বাই সোনমের বাড়িতে তোলা ছবিতে দেখা গেছে, রাতের পোশাক পরে আছেন সোনম। আদর করে মা-কে জড়িয়ে রেখেছে ছোট্ট বায়ু।


ছবিটি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট  বাবা হওয়ার উপলব্ধি ভাগ করে নিলেন সকলের সঙ্গে।  কাজের সূত্রে আনন্দকে বেশির ভাগ সময়ই কাটাতে হয় দেশের বাইরে।


তাই স্ত্রী আর ছেলেছে তিনি কতটা মিস করছেন সেই কথাও প্রকাশ করলেন তার পোস্টে।


জেবি/এসবি