বাস্তবে শুধু অভিমান, অভিযোগ আর ঝগড়া: শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:১৩ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৩
টেলিভিশনের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন, যা তাকে আলোচনায় নিয়ে আসে।
বুধবার (২৫ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুক ছবি পোস্ট করেন ফারিয়া। ছবিতে দেখা যায়, চারদিকে ছড়ানো লাল গোলাপের পাপড়ির মধ্যমণি হয়ে বসে রয়েছেন তিনি। তার পরনেও লাল শাড়ি। গোলাপের পাপড়ির চারপাশে জ্বলতে থাকা মোমের মৃদু আলো এক মায়ায় আবেশ তৈরি হয়েছে।
ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এইসব শুধু নাটকেই হয় ! বাস্তবে শুধু অভিমান, অভিযোগ আর কাইজ্জ্যা… তারপর একদিন ছেড়ে চলে যাওয়া…’
ফারিয়ার এমন ভাষ্যে নেটজনার অনেকেই সহমত জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঠিক ঠিক।’
আরেক জন লেখেন, ‘অভিমানের পর মানাতেও হয়।
জেবি/এসবি