সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রস্তুত থাকুন: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৮ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৩


সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রস্তুত থাকুন: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসি সম্মেলনের শেষ দিনে অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল- ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ডিসিদের প্রস্তুত থাকতে হবে।


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনের শেষ দিনে অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ নির্বাচনে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের অভিজ্ঞতা রয়েছে।


তিনি বলেন, বস্তুত নির্বাচনকালীন আমাদের কিছু করণীয় থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করব। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে।