রাজধানীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো তরুণের

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ১ তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি
বিজ্ঞাপন
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ১ তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের পরনে ছিল নেভি ব্লু থ্রি কোয়ার্টার প্যান্ট ও কালো গেঞ্জি।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে মহাখালী রেলক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
ঢাকা রেলওয়ে থানার এএসআই সানু মং বলেন, ‘ওই তরুণ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। অনেকে তাকে সতর্ক করার জন্য ডাকও দিচ্ছিলেন। কিন্তু তিনি ফোনে মগ্ন থাকায় ট্রেন খেয়াল করেননি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।’ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হবে।








