লালবাগে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৩
রাজধানীর লালবাগের বিজিবি ২ নম্বর গেটের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক এস আই নতুন মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বিজিবি ২ নম্বর গেটের ফুটপাথ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। প্রযুক্তি সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।