বইমেলায় শেষ সময়ের প্রস্তুতি চলছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৯ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৩
মোটামুটি প্রস্তুত অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। মেলার পাঁচদিন বাকি থাকলেও বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
গোটা মেলা এলাকায় এখন চলছে রং, ইট, শুরকি, হাতুড়ি আর শাবলের কাজ। কর্মব্যস্ত সময় পার করছে কারিগররা। কর্মব্যস্ত সময় পার করছে কারিগররা।
এবারের মেলায় নতুন ১২টি প্রকাশনা সংস্থাসহ ৬০৯টি প্রতিষ্ঠানকে মোট ৮৫৮টি ইউনিট বরাদ্দ দিয়েছে বাংলা একাডেমি।
গত রবিবার (২২ জানুয়ারি) লটারির মাধ্যমে স্টল বিন্যাস করা হয়। এবারও বাংলা একাডেমিতে থাকছে মূলমঞ্চ। অন্যদিকে, সোহারাওয়ার্দী উদ্যানে বিভিন্ন প্রকাশনীর স্টলসহ থাকবে ‘মোড়ক উন্মোচন’ এবং ‘লেখক বলছি’ মঞ্চ।
বইমেলা রোববার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯ টা এবং শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বইমেলার নিয়মনীতির বাইরে আমরা যেতে পারব না। তারা যদি নিয়মনীতি মানে, তাহলে তাদের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত তা জানানো হবে।