কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে প্রাণ গেলো দুই শিশুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৩


কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে প্রাণ গেলো দুই শিশুর
কামরাঙ্গীরচর থানা

রাজধানীর কামরাঙ্গীরের সিলেটি বাজারে বাড়ির ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে- আবদুর রহিম (৯) ও লামিয়া (৬)।


পুলিশ জানায়, খেলতে খেলতে তারা ছাদ থেকে পড়ে যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কামরাঙ্গীরচর থানার ওসি তদন্ত মোস্তফা আনোয়ার বলেন, খেলতে গিয়ে শিশু দুটি ছাদ থেকে পড়ে গেছে বলে শিশুদের পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।