নতুন রূপে মেহজাবীন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৩


নতুন রূপে মেহজাবীন
মেহজাবীন চৌধুরী

এসময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি নতুন রুপে হাজির হচ্ছেন এ অভিনেত্রী।


এবার নতুন ওয়েভ সিরিজে দেখা যাবে তাকে। ‘দ্য সাইলেন্স’ নামের  সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। 


এরই মধ্যে শুক্রবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে সিরিজের একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। ওই  পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'নিষ্ঠুরতার খেলা শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। বাকি মাত্র আর ৩ দিন। আপনি রেডি তো? চোখ রাখুন Binge-এ।'


মেহজাবিন জানান, খুবই অসাধারণ একটি গল্পে নির্মিত হয়েছে সিরিজটি। আমার চরিত্রটিও সুন্দর এবং আকর্ষণীয়। তবে শুধু বলার জন্য নয়, দর্শক যখন ফিল্মটি দেখবেন তখনই বুঝতে পারবেন। আশা করছি সবার ভালো লাগবে সিরিজটি।


জানা গেছে, একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ভিকি। সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ হয়েছে। এ কারণেই মূলত দুনিয়ার সৃষ্টি। আর সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে সিরিজটিতে।


জেবি/এসবি