টঙ্গীবাড়িতে উপ-নির্বাচন
তৃণমূল আওয়ামী লীগের কাউন্সিল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৩
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ চেয়াম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী বাছাই হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে জেলা আ. লীগের আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আসন্ন উপজেলার উপ-নির্বাচনে নৌকা প্রতীকের জয়ের লক্ষে আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আ. লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। সঞ্চালনা করেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।
সভায় উপ-নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য চার জন প্রার্থী আগ্রহ প্রকাশ করেন। প্রার্থীরা হলেন- জেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আ. ওয়াহীদ, উপজেলা আ.লীগ প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক কবির হালদার, উপজেলা আ.লীগ প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি শান্ত।
আলোচনা সভা শেষে সবার সম্মতিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আ. লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে প্রার্থী গোলাম রাব্বানী শান্ত ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়। ৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ। ৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন উপজেলা আ. লীগ প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক কবির হালদার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সোহানা তাহামিনা, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাজী মো. নাহিদ খান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, জেলা আ.লীগের সদস্য ও সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, উপজেলা আ. লীগ প্রস্তাবিত কমিটির সভাপতি হাফিজ আল আসাদ বারেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি হাজী মো. গিয়াস উদ্দিন মাঝি, জেলা পরিষদ সদস্য আতিকুর রহমান শিল্পী, সাবেক উপজেলা আ. লীগ সদস্য মুহাম্মদ রিপন খান, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য মিজানুর রহমান সরদার, সাবেক জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার প্রমুখ।