বিয়ে নয়, কাজ নিয়েই থাকতে চাই: ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:২৪ পিএম, ২৯শে জানুয়ারী ২০২৩

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আপাতত তিনি সিনেমার কাজেই ব্যস্ত থাকতে থাকতে চান বলে জানিয়েছেন। ব্যক্তিগত কোনো বিষয় বিশেষ করে বিয়ে করার সময় এখন তার কাছে নেই।
প্রেমিক রনি রিয়াদের সঙ্গে গত বছর বাগদান সেরেও পরবর্তীতে জানান বিয়ে করেছেন না তিনি। রখন ফারিয়া জানিয়েছিলেন, ভাগ্যে থাকলে একদিন বিয়ে হবে। এবার গনমাধ্যমকে তিনি বলেছেন, বিয়ের ব্যাপারে আপতত আমি কিছু ভাবছি না। এখন কাজ নিয়েই থাকতে চাই।
বিয়ের পরিকল্পনা নিয়ে ফারিয়া বলেন, বিয়ে নিয়ে আমি কোনো গোপনীয়তা করব না। এখন হাতে অনেক কাজ। আগে কাজ করি, তারপর বিয়ের কথা ভাবা যাবে।
এদিকে, ফারিয়া অভিনীত 'ভয়' নামের একটি সিনেমা জি-ফাইভে মুক্তি পেয়েছে। এ সিনেমায় তার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা।
জেবি/এসবি