রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৩


রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের জনসভা ও পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রবিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা থেকে হেলিকাপ্টারে তিনি রাজশাহী রাজশাহীর সরদায় আসেন।


এদিন বেলা ১১টা ১৭ মিনিটে সরদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন সরকার প্রধান। এরপর তিনি ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষাবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 


অনুষ্ঠান শেষে বিকালে রাজশাহী মাদরাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


জেবি/এসবি