নীলের সঙ্গে বিচ্ছেদ, মুখ খুললেন তৃণা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩


নীলের সঙ্গে বিচ্ছেদ, মুখ খুললেন তৃণা
নীল ভট্টাচার্য - তৃণা সাহা

ওপার বাংলার ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। একসঙ্গে পথচলার দুই বছর পার করতে চলেছেন তারা।


আগামী মাসের  ৪ তারিখে তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। এর মধ্যে চারদিকে নীল-তৃণার বিচ্ছেদের  গুঞ্জন রটেছে।


বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন নীল। তবে এই ইস্যুতে মুখ খুললেন তৃণা। তিনি বলেন, ‘আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। ফেসবুক-ইনস্টাগ্রামে হাসিমুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গণ্ডগোল হয়েছে!’


তৃণা আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে, মানুষ সেটা ভুলতে বসেছে। আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দেই না। শুধু বলতে চাই, আমি আর নীল ভালো আছি।’


জেবি/এসবি