যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা চ্যালেঞ্জ: পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৮ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩


যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা চ্যালেঞ্জ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ। 


রবিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।


ড.  মোমেন বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত শক্তিশালী দেশ। তাদের সঙ্গে আমাদের এমনভাবে চলতে হবে, যাতে সম্পর্ক অত্যন্ত উন্নত হয়।


পররাষ্ট্রমন্ত্রী  আরও বলেন, এই তিন দেশ ছাড়াও রাশিয়া, সৌদি আরব, কাতার, জাপান, আরব আমিরাতসহ অনেক দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রয়েছে। প্রত্যেকের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রেখেছি।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু বলেই অনেক সুপারিশ দেয়। ভালো সুপারিশ আমরা গ্রহণ করব। সবকিছুতে আমরা ভালো হয়ে গেছি, বিষয়টি সেরকমও নয়।


আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের সৃষ্টি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। সে কারণে এখানকার গণতন্ত্র নিয়ে অন্যদের (বিদেশি) বাড়াবাড়ি করার দরকার নেই।


জেবি/এসবি