গোপালগঞ্জে 'জ্ঞানের পাঠশালা'র পিঠা উৎসব উদযাপন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৭ এএম, ৩০শে জানুয়ারী ২০২৩

গোপালগঞ্জের চর সিংগাতিতে শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের জন্য ইউএসডি ফাউন্ডেশনের পরিচালনায় জ্ঞানের পাঠশালা স্কুল পরিচালিত হয়। শনিবার (২৮ জানুয়ারি) ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে ওই স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে অভিভাবকরা বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে পিঠা উৎসবে যোগ দেন। তাদের পিঠা ন্যায্যমূল্য দিয়ে খেতে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে মানুষ এ উৎসবে উপস্থিত হন।
এ সময় শিক্ষার্থীরা রং-বেরংয়ের বাহারি পোশাকে সেজে উক্ত পিঠা উৎসবে মেতে ওঠেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন আয়োজক কর্তৃপক্ষ।
এসময় ইউএসডি ফাউন্ডেশন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি