ভক্তদের সুখবর দিলেন মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন তিনি। জানালেন, নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তিনি। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ‘সিন্ডিকেট’-এর সিক্যুয়েলে দেখা যাবে তাকে।
সিরিজটির সিক্যুয়েলের নাম 'মাইশেলফ অ্যালেন স্বপন'। এতে শাপলা চরিত্রে দেখা যাবে মিথালাকে। রবিবার (২৯ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে মিথিলা লিখেছেন, 'শায়লা শিগগিরই ফিরছে মাইশেলফ অ্যালেন স্বপন-এ'।
জানা গেছে, 'মাইশেলফ অ্যালেন স্বপন' সিরিজটিতে চট্টগ্রামের ইয়াবাসম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হওয়ার গল্প তুলে ধরা হবে। রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে এর শুটিং শুরু হবে।
এতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ।
জেবি/এসবি