নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:০৭ পিএম, ৩০শে জানুয়ারী ২০২৩


নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
নরসিংদীতে মডেল থানা

নরসিংদীতে নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন- আমির হোসেন (৩৫), রাকিব (৩২), দুদু মিয়া (৩৫) ও জোবায়ের (২৫)।


জানা যায়, নির্যাতিতা শ্রমিক মাধবদীর ফ্যাক্টরিতে কাজ করেন। স্বামীর সাথে দ্বন্দ্বের কারণে বাবার বাড়িতে থাকতেন তিনি। দুই মাস আগে জীবিকার সন্ধানে সিলেটের মাধবদীতে আসেন তিনি। স্বামীর সঙ্গে ঝগড়া সমাধান করাবে এমন কথা বলে তাকে সিএনজিতে উঠায় তার স্বামীর বন্ধুরা। পরে তাকে নরসিংদী শহরের মদনগঞ্জ রোডে সারা টেক্সটাইলে উত্তর পাশের পুকুর পাড়ের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায় আসামিরা।


নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।