ঝালকাঠিতে দুইজনের মরদেহ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৩ এএম, ৩১শে জানুয়ারী ২০২৩

ঝালকাঠিতে পৃথক ঘটনায় এক কৃষকসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে শহরের কলেজমোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে বেল্লাল হোসেন (৫৫) নামে এক জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে বেল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রীর ছেলে আল আমিন ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করেন, তার বাবাকে প্রথম স্ত্রী শ্বাসরোধ করে মেরে ফেলেছে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে প্রথম স্ত্রী মাকসুদা বেগম দাবি করেন, তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
এদিকে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামে চোরের হাত থেকে ক্ষেতের খিরাই রক্ষার জন্য নিজের তৈরি করা বৈদ্যুতিক ফাদে সুলতান মোল্লা (৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে যানা যাবে বেল্লাল হোসেনের কিভাবে মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে রহস্য আছে বলেও জানান তিনি।
জেবি/এসবি